আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের পর হত্যার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি
ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গফুর মৌলবীর মাজার সংলগ্ন
এলাকায়। আজ বুধবার সকালে গফুর মৌলবীর মাজার সংলগ্ন এলাকা থেকে শিশুটির
রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত
শিশুর বাবার নাম আব্দুল হেকিম, বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার
আকন্দপাড়া গ্রামে। আব্দুল হেকিম তার স্ত্রী, এক ছেলে, এক মেয়েকে নিয়ে
স্থানীয় হবিরবাড়ি ইউনিয়নের আজিজুলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি
কারখানায় চাকুরি করেন বলে জানা গেছে।
জানা
যায়, মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল হেকিমের ছয় বছর বয়সী শিশু কন্যা নিখোঁজ হয়।
সারা রাত খোঁজা খুঁজি করে বুধবার সকালে শিশুটির লাশ পাওয়া যায় বাড়ির পাশে
অবস্থিত বাঁশ ঝাড়ের নিচে। লাশ উদ্ধারের পর শিশুটির বাবা আব্দুল হেকিম, মা
বানেছা আক্তারের আত্মচিৎকারে ভারি হয়ে উঠে ভালুকার আকাশ বাতাস।
ভালুকা
মডেল থানার ওসি মামুন অর-রশিদ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে –
ধষণের পর শিশু কন্যাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment