Wednesday, May 24, 2017

যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তান? সতর্ক ভারত


 আন্তর্জাতিক ডেস্ক: গতকাল মঙ্গলবার কাশ্মির সীমান্তের নওশেরায় পাক সেনা বাঙ্কার ধ্বংস করেছে ভারতীয় সেনা কর্মকর্তারা। ভারতের গান-মর্টার নিখুঁত লক্ষ্যে উড়িয়ে দিয়েছে ৮ থেকে ১০টি পাক সেনার বাঙ্কার। ভারতের বদলার পর পাকিস্তানের প্রত্যাঘাত?
বুধবার সিয়াচেনের কাছে উড়তে দেখা গেছে পাকিস্তানের যুদ্ধ বিমান। পাকিস্তান সংবাদসূত্রে এমন দাবি করা হয়েছে। তাহলে কী পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সিয়াচেনে টহল দিতে শুরু করেছে পাক বিমানসেনার মিরাজ জেট তবে এরকম সমস্ত দাবি উড়িয়ে দিয়েছে ভারতীয় বিমানসেনা। ‘এধরনের কোনও বিমানের খবর নেই’, বলে জানিয়েছে ভারতীয় বিমানসেনার।
 পাক মিডিয়া সূত্রে খবর, পাকিস্তানের অপারেটিং বেসগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে। পাকিস্তানের চিফ অফ দ্য এয়ার স্টাফ সোহেল আমান পুরো বিষয়টি নিজে খতিয়ে দেখছে। ভারতকে এমন শিক্ষা দেব, যে আগামী কয়েক প্রজন্ম মনে রাখবে। এদিন এমনই মন্তব্য করেছেন তিনি।
এরপর থেকেই ভারতীয় সেনাঘাঁটিগুলি সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গতকালই নওশেরায় অভিযানে নামে ভারতীয় সেনার ২টি ইউনিট। ইউএসআই – ১২ মর্টার ও আর্টিলারি ইউনিটের সাহায্যে অপারেশন হয়। জঙ্গিরা যে ঘাঁটিগুলিতে লুকিয়ে ছিল, সেগুলি ধ্বংস্ব করার দাবি করেছে ভারতীয় সেনা।
পাক ঘাঁটিতে ভারতীয় সেনার এই হামলায়, সেনা বাহিনীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি ট্যুইট করেন, ‘নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক ঘাঁটিতে হামলা ৷ ভারতীয় সেনার এই উদ্যোগকে স্বাগত জানাই ৷ সন্ত্রাসবাদ রুখতে উপযুক্ত পদক্ষেপ। ভারত সরকার সেনার উদ্যোগকে সমর্থন করছে। কাশ্মীরে শান্তি ফেরাতে এ উদ্যোগ ফলপ্রসূ ৷’
ভারতের বিমানসেনা স্পষ্ট জানিয়েছে ভারতের সীমায় কোনও পাক যুদ্ধাবিমান ঢোকেনি । তবে ভবিষ্যতে এমন হয়ে থাকলে যোগ্য জবাব দেওয়ায় ভারত প্রস্তুত। সেই সাথে কয়েকদিন পূর্বেই ভারতীয় বিমানসেনা প্রধান, বিমানবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছিলেন।

No comments:

Post a Comment