দেশে
নেমে এসেছে রোজার আমেজ। কাল (২৭ মে) দিন পেরুলেই শুরু মুসলিম ধর্মের সিয়াম
সাধনার মাস। এমন একটি সময়ে (২৬ মে সন্ধ্যা) প্রকাশ পেয়েছে জিৎ-নুসরাত
ফারিয়ার বিশেষ একটি গান। দুই বাংলার আলোচিত মুক্তিপ্রতিক্ষীত ছবি ‘বস- টু’র
এই গানটির শিরোনাম ‘আল্লাহ মেহেরবান’।
স্বাভাবিক, গানের
শিরোনাম শুনে যে কেউ মিলিয়ে নেবেন এটি রোজার মাসকে লক্ষ্য করেই প্রকাশ
করেছে কর্তৃপক্ষ। যাকে বলে ইভেন্ট অরিয়েন্টেড প্রমোশন। বানিজ্যিক ছবিতেও
তো, ধর্মীয় ভাবধারার গান হতে পারে। যদিও গানটি মুক্তির ২৪ ঘন্টা আগেই
গণ্ডগোল পাকিয়ে গেল অন্তর্জালে। ২৫ মে ফেসবুকে এটি মুক্তির আগাম খবর জানালো
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যেখানে গানের শিরোনামের সঙ্গে
নুসরাত ফারিয়ার বেশ খোলামেলা একটি ছবি সংযুক্ত ছিল। অন্তর্জালে বিষয়টি নিয়ে
খটকা আর সমালোচনা শুরু তখন থেকেই। এ নিয়ে অন্তর্জালের কমেন্ট বক্সে ভালোই তোপের মুখে আছেন নুসরাত ফারিয়া ও মুক্তি প্রতিক্ষীত ‘বস- টু’ সংশ্লিষ্টরা। যদিও ফারিয়ার ভাষ্য বেশ ডিপ্লোমেটিক। বাংলা ট্রিবিউনকে বললেন, ‘সমালোচিত বলেই আলোচিত।’
তবে গানের শিরোনাম এবং রোজাকেন্দ্রিক এই সময়টাকে ‘স্কিপ’ করে গেলে- প্রাঞ্জলের কথায়, জিৎ গাঙ্গুলীর সুর-সংগীতে, নাকাশ ও জনিতার গাওয়া গানটি এক কথায় অসাধারণ। এতে ফারিয়া দারুণ সাবলীল এবং সেট-কোরিওগ্রাফি অদ্ভুত সুন্দর।
সিনেমাটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।
২০১৩ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পায় জিৎ ও শুভশ্রী অভিনীত ছবি ‘বস: বর্ন টু রুল’। এটি ছিল তামিল ছবির রিমেক। আগের ছবিটির দ্বিতীয় কিস্তি ‘বস- টু’। এই সিনেমায় অন্যান্যদের মধ্যে আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান, সীমান্ত প্রমুখ।
No comments:
Post a Comment