Wednesday, May 31, 2017

আজ সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের চার লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব

আজ বৃহস্পতিবার ১লা জুন,২০১৭ খ্রিঃ তারিখ দুপুরে জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব তুলে ধরবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি পাস হবে ২৯ জুন।
স্বাধীন বাংলাদেশের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করে ১৯৭২ সালে। সেই বাজেটের ৪৬তম বাজেট নিয়ে আসছেন আবুল মাল আবদুল মুহিত। এটির আকার হবে ৪ লাখ কোটি টাকার বেশি। অর্থাৎ ৪৫ বছরে বাংলাদেশের বাজেট বেড়ে দাঁড়িয়েছে লক্ষ কোটি টাকায়।
 এই হিসেবে সাড়ে চার দশকে বাংলাদেশের সরকারি ব্যয়ের ফর্দ বাড়ছে ৫০০ গুণের বেশি।
স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারে ১৪ জন অর্থমন্ত্রী (অর্থ উপদেষ্টা অথবা সামরিক আইন প্রশাসক) ৪৫টি বাজেট উপস্থাপন করেছেন এর আগে।
তিন মেয়াদে সর্বোচ্চ বারোটি বাজেট দেওয়ার রেকর্ডটি প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের। তার উত্তরসূরি মুহিত এবার দেবেন তার একাদশতম বাজেট।
অবশ্য টানা বাজেট দেওয়ার রেকর্ড মুহিত আগেই নিজের করে নিয়েছেন। আওয়ামী লীগের গত মেয়াদের (২০০৯-২০১৪) পাঁচটি বাজেটের সঙ্গে এবারের তিনটি বাজেটের পর বৃহস্পতিবার টানা নবম বাজেট দিতে যাচ্ছেন তিনি।
২০১৭-১৮ অর্থ বছরে ৪ লাখ ৮ হাজার কোটি টাকা বাজেট হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মন্ত্রী বলেন, বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে চার্জ না নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এছাড়া যাদের ভালো গাড়ি ও বাড়ি রয়েছে তাদের ট্যাক্স নির্ধারণ করে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
এরআগে ২০১৬-১৭ অর্থবছরে জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছিলে আবুল মাল আব্দুল মুহিদ। আয়ের লক্ষ্যমাধ্যা ধরা হয়েছিল ২ লাখ ৪৮ হাজার ২৬৮ কোটি টাকা।

No comments:

Post a Comment