তীব্র গরমের সঙ্গে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের বর্তমান অবস্থা লোডশেডিং নয়, লোডশেয়ারিং বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি জানিয়েছেন, চলমান পরিস্থিতি শনিবারের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে, আর রমযান মাসেও সহনীয় থাকবে পরিস্থিতি।
ঝড়ে টাওয়ার ভেঙে মেঘনাঘাট কেন্দ্রে সংকটের সঙ্গে সিদ্ধিরগঞ্জ, বিবিয়ানাসহ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদন বন্ধ, এর সঙ্গে গ্যাস সংকটেও কমে গেছে উৎপাদন। নানামুখী সংকটই হঠাৎ করে বিদ্যুৎ পরিস্থিতিকে নাজুক করে দিয়েছিল বলে দাবি করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
সে অবস্থা অনেকটাই কাটিয়ে উঠা গেছে বলে মনে করেন তিনি।
বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস দিতে কয়েকটি সার কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। রমযান মাসে পিক আওয়ারে ১২ হাজার মেগাওয়াটের যে চাহিদা হবে তা মোকাবেলার প্রত্যাশা প্রতিমন্ত্রীর।
দুর্ভোগ কমাতে রমযান মাসে বিকেল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সিএনজি রিফুয়েলিং স্টেশন, সেহরী-ইফতারের সময়ে শিল্প কারখানা এবং এসি বন্ধ রাখার আহবান জানিয়েছেন প্রতিমন্ত্রী ।
No comments:
Post a Comment