Saturday, May 27, 2017

স্বামী-সন্তানকে ছেড়ে প্রতারক প্রেমিকের ফাঁদে গৃহবধূ


(মো: নাজিম উদ্দিন, মুরাদনগর )
সুখে সাজানো স্বামীর সংসার ছিলো,ছিলো সাড়ে ৪বছরের একটি ছেলে সন্তান সেই সাথে চলছিল পরকিয়া প্রেম, সেই পরকিয়া প্রেমিকের কথায় সুখের সংসার পদতলে পিষ্ট করে, সন্তানকে ত্যাগ করে, স্বামীকে তালাক দিয়ে জমানো টাকা ও স্বর্নালংকার নিয়ে চলে আসেন সেই প্রেমিকের কাছে।
প্রতারক প্রেমিক বিয়ের প্রলোভন দেখিয়ে ৮মাস যাবত একত্রে বসবাস করেছেন তাও আবার স্বামী-স্ত্রী পরিচয়ে। কথিত স্ত্রী যখন টের পেলেন যে তিনি দু’কূল হারিয়েছেন, কথিত প্রতারক স্বামী তাকে বিয়ে করবে না তখন তিনি মামলা ঠুকে দিলেন বিজ্ঞ আদালতে।
না এটা কোন গল্প নয়, এমনি একটি ঘটনা ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে। প্রতারণার শিকার পরী (২২) (ছদ্বনাম) মোচাগড়া গ্রামের কবির হোসেনের মেয়ে।
এঘটনায় একই গ্রামের মৃত মিলন মিয়ার ছেলে প্রতারক আরিফুল ইসলাম(৩০) আটক করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের কবির হোসেনের মেয়ের ১০বছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ে হয় বরুড়া উপজেলা সদরের রুস্তম আলীর ছেলে বিল্লাল হোসেনের সাথে। সেই সংসারে সাড়ে ৪বছর বয়সী সানি নামে একটি ছেলে সন্তান রয়েছে।
স্বামীর সংসারে থাকাকালীন সময় স্বামীর ব্যবসায়িক পার্টনার মোচাগড়া গ্রামের মৃত মিলন মিয়ার ছেলে আরিফের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পরে সে। বিয়ের প্রলোভনে শুরু হয় শারিরীক সর্ম্পক। পরকিয়া প্রেম এমন পর্যায় পৌছে যায় যে সেই প্রেমিকের কথায় স্বামীর সংসার ও সন্তান ত্যাগ করে জমানো ৫লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে আসে সেই প্রেমিকের কাছে। তবে সেই চতুর প্রেমিক তাকে বিয়ের প্রলোভন দিলেও তাকে বিয়ে না করে ৮মাস যাবত স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন জেলায় একত্রে বসবাস করেছে।
ভিকটিম তাকে যখনই বিয়ে জন্য চাপ দিত সে তখন বিভিন্ন তাল-বাহানা করত। অবশেষে সে যখন বুঝতে পারল যে সে প্রতারণার শিকার হয়ে দু’কূল হারিয়েছে। তখন সে প্রতারক আরিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯এর(১) ধারায় কুমিল্লা ৮নং আমলী আদালতে মামলা দায়ের করেন।
মামলার শুনানী শেষে বিজ্ঞ আদালত মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এফ,আই,আর হিসেবে গ্রহন করে আসামীকে গ্রেফতার করার আদেশ প্রদান করেন।
মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার নবীপুর সিএনজি ষ্টেশন থেকে প্রতারক আরিফুল ইসলামকে গ্রেফতার করেন।
প্রতারণার শিকার ভিকটিম বলেন আরিফের প্রতারনার কারনে আমি আমার স্বামী সন্তান সংসার সব হারিয়েছি।
এব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, আদালতের নির্দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯এর(১) ধারায় মামলা দায়ের করে আসামীকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

No comments:

Post a Comment