Sunday, May 28, 2017

পদ্মা সেতুর চেয়ে দিগুণ বড় সেতু তৈরী করল ভারত ৩০ গুণ কম খরচে


 চীন-ভারত সীমান্তের কাছে ভারতের দীর্ঘতম ধলা-সাদিয়া সেতুর উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রহ্মপুত্র নদীর ওপর ৯ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুটিতে তিনটি পৃথক লেন রয়েছে। এটি চালু হওয়ার ফলে ভারতের আসাম ও অরুণাচল রাজ্যের মধ্যে যাতায়তের সময় ৫ ঘণ্টা কমে আসবে।
শুক্রবার আসামের পূর্বাঞ্চলীয় তিনসুকিয়া জেলায় এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে মোদি সরকার নিজের তৃতীয় বর্ষপূতি উদযাপন শুরু করলো। শুধু আসাম-অরুণাচলের মধ্যে যাতায়াতের সময় কমে যাওয়া নয়, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। এই সেতুর ওপর দিয়ে ৬০ টন ওজনের ব্যাটল ট্যাঙ্ক চলাচল করতে পারবে। ধলা-সাদিয়া ব্রহ্মপুত্রের দুই পারের দুই অঞ্চল। সেতটিু এই দুই অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করেছে।
২০১১ সালে সেতুটি তৈরির কাজ শুরু হয়েছিল। কেন্দ্রে তখন ইউপিএ সরকার ক্ষমতায় ছিল। সেতু তৈরিতে প্রায় ৯৫০ কোটি রুপি ব্যয় হয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে প্রয়োজনে এর ওপর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিশাল ব্যাটল ট্যাঙ্কগুলো দ্রুত চীন সীমান্তের দিকে যাত্রা করতে পারে।
বাংলাদেশে প্রায় ৫ কিলোমিটার পদ্মা সেতু তৈরিতে ইতিমধ্যে ২৮ হাজার কোটি টাকা খরচ হয়েছে।

No comments:

Post a Comment