নিউজ ডেস্ক: ষষ্ঠ শ্রেণির 
এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী মামার বিরুদ্ধে। আদালতে অভিযোগ
 দায়ের করবার পর থেকে বেপাত্তা অভিযুক্ত মামা। ঘটনাটি ঘটে নদিয়ার রানাঘাট 
থানার পায়রাডাঙ্গা প্রীতিনগর ৫ নম্বর রাস্তায়।
পরিবারের অভিযোগ ওই নাবালিকা পায়রাডাঙ্গা 
ভুদেব স্মৃতি বিদ্যাপীঠের ছাত্রী। পাড়াতেই বাস অসীমের। অসীমকে মামা বলে 
ডাকত ওই কিশোরী। প্রায়শই ভয় দেখিয়ে পাড়ারই মামা অসীম রাম তাঁকে জোর করে 
দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। বাড়িতে বলতে পারেনি ওই কিশোরী। ক্রমশ পেট 
ফুলতে থাকায় মায়ের সন্দেহ হয়। শীতকাল থাকায় বুঝে ওঠনি পরিবারের লোকেরা এরপর
 ডাক্তারের কাছে গেলে পরিষ্কার হয় পুরটাই। তখন কয়েক মাস পেরিয়ে গেছে পেটের 
শিশুটিকে নষ্ট করতে পারেনি। লোকলজ্জার ভয়ে মেদিনীপুরের একটি নার্সিং হোমে 
তার পুত্র সন্তান হয়। কুমারী মা এখন তার কোলে শিশু আগলে রেখেছেন।
গত ২৪ এপ্রিল রানাঘাট মহকুমা আদালতে অভিযোগ 
করা হয়। পুলিশ কোনও ব্যবস্থা নিতে পারেনি। পুলিশ সূত্রের খবর, তার খোঁজে 
বহুবার যাওয়া হলেও তার কোনও খোঁজ নেই। তবে পরিবারের লোকেরা চান কঠিনতম 
সাজা৷ সূত্র-কলকাতা২৪

 
No comments:
Post a Comment