স্পোর্টস আপডেট ডেস্ক: 
গেল কয়েক বছর ধরে টাইগার টপ অর্ডারে দুর্দান্ত ফর্মে আছে ওপেনার তামিম 
ইকবাল। আরেক বাঁহাতি ওপেনার সৌম্য সরকারও নিজের জায়গা পাকা করতে সক্ষম 
হয়েছে। গত ১০-১২ ম্যাচ ধরে সাব্বির রহমানকে তিন নম্বরে থিতু করার চেষ্টা 
করছে টিম ম্যানেজমেন্ট। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান 
পাপনের মতে, সাব্বির ও সৌম্য দুইজনই অধৈর্য।
উইকেটে
 এসে এখনো ধৈর্যের পরিচয় দিতে পারে না এই দুই তরুন ব্যাটসম্যান। স্বভাবে 
আগ্রাসী ব্যাটসম্যান হলেও ব্যাটিংয়ে আরও ধৈর্যের পরিচয় দিতে বলেন বিসিবি 
চিফ। ‘তামিম দুর্দান্ত খেলে আসছে। সৌম্যর টেকনিক নিয়ে কিছুটা সমস্যা আছে। 
সে ধৈর্যহীন। আর সাব্বির তো আরও বেশি অধৈর্য।’
সম্প্রতি
 শেষ হওয়া আয়ারল্যান্ড সফরের ত্রিদেশীয় সিরিজে সৌম্য সরকার রান পেলেও 
সাব্বির রহমান একটি ফিফটির দেখাও পান নি। ভালো সূচনা করতে পারেছিলেন দুটি 
ম্যাচে কিন্তু ইনিংস লম্বা করতে সক্ষম হন নি এই ডানহাতি ব্যাটসম্যান। তিন 
নম্বর ব্যাটসম্যান হিসেবে বড় ইনিংস খেলা আবশ্যক।
অন্যদিকে
 সৌম্য সরকারের অফ স্পিনের বিপক্ষে সমস্যা আছে। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু 
অরে আন্তর্জাতিক ক্রিকেটেও সৌম্যকে বার বার অফ স্পিনে আউট হতে দেখা গিয়েছে।
 বুঝাই যাচ্ছে বিষয় গুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চোখও 
এড়ায়নি।

 
No comments:
Post a Comment