চিকিৎসা বিভাগের সকলেই তাদের পোশাকের (ইউনিফর্ম) বিষয়ে অনেকটাই সচেতন। কেননা তারা মনে করেন, তাদের ইউনিফর্ম কাজের ব্যাপারে তাদেরকে আন্তরিক হতে সহায়তা করে। আর এ কারণেই ইউনিফর্ম এর অমর্যাদা হয় এমন কাজ করা থেকে তারা বিরত থাকেন। সম্প্রতি এক থাই নার্সকে তার চাকরি হারাতে হলো ইউনিফর্ম পরিহিত অবস্থায় একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হওয়ার কারণে। অনেকেই বলছেন, ছবিটি বেশ উত্তেজক ছিল।
২৬ বছর বয়েসি ‘পারিচাত প্যাং’ তার চাকরি হারালেন স্থানীয় এক হাসপাতাল থেকে। হাসপাতাল সংশ্লিষ্ট সকলে বলছেন, তার ভাইরালকৃত ছবিগুলো ছিল ‘ওভারলি সেক্সি’ যা তার পেশার সাথে একদমই মানানসই নয়, এমনকি এটা অত্যন্ত লজ্জার।
থাই নার্স ছবিতে টাইট-ফিট বেগুনি রঙের ইউনিফর্মের সাথে শর্ট স্কার্ট পরেছিলেন যা নার্স পেশাকে অসম্মান করেছে। ‘Thai Nurse Lovers Association’ নামে একটি ফেসবুক গ্রুপে ছবিটি পোস্ট করা হলে ছবিটি দ্রুত ভাইরাল হয়ে যায়। থাই নার্স এই বিষয়ে কোনো ধরনের ঝামেলায় পড়ার আগেই- তিনি চাকরি ছেড়ে দেন।
সূত্র: ডেকান ক্রনিকল
সম্পাদনা: ফারজানা রিংকী
No comments:
Post a Comment