সত্যের সন্ধানে এক ধাপ এগিয়ে।
সংবাদ ও বিনোদন.
জাতীয়, রাজনীতি, ক্রীড়া, বিনোদন, ব্যবসা, শেয়ার বাজার, ইসলাম, প্রযুক্তি, শিক্ষা, আন্তর্জাতিক, জীবনযাত্রা, স্বাস্থ্য, আইন ও মানবাধিকার, ওয়াইল্ড লাইফ, কিডস, বৈশিষ্ট্য, শিল্প ও সাহিত্য, জ্বালানি ও বিদ্যুৎ,
> ব্রেকিং নিউজ, সর্বশেষ খবর,
> মোবাইল সংবাদ সহ সব ধরণের খবরের সার্বক্ষণিক আপডেট পেতে আমাদের ফেইসবুক পেজে লাইক দিয়ে রাখুন।
ফেইসবুক পেজ : All In All News
Tuesday, June 6, 2017
ওপরে বিয়ের পোশাক পরলেও নিচের দিকে শর্ট প্যান্ট !!!
বিয়ে সবার জীবনেই গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। সবাই চায়ও এদিন তাকে
সবচেয়ে বেশি সুন্দর লাগুক। আর বিশেষ করে মেয়েদেরতো থাকে কত
পরিকল্পনা-স্বপ্ন।
এদিক থেকে কিছুটা এগিয়ে ভারতীয় কনেরা। ভারী লেহেঙ্গা পড়ে, জৌলুস সাজে
সেজে পিঁড়িতে বসাই এদের রীতি। প্রচলিত রীতির বাইরে গিয়ে তোলা একটি ছবি
কয়েকদিন ধরে ঘুরে ফিরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিয়ের কনে ছবিটিতে ওপরে ভারতীয় পোশাক পরলেও নিচের দিকে শর্ট প্যান্ট।
ছবিটি সামাজিক যোগাযোগ্য মাধ্যম ব্যবহারকারীদের যেমন হাসি যোগাচ্ছে, তেমনি
আবার ফেলছে ভাবনায়। কেউ বলছেন, এটা নিছক পাগলামি, আবার কেউ কেউ বলছেন এটা
আধুনিকতা এবং পরিবর্তনের দিকে একটা নতুন পদক্ষেপ।
ছবিটি নিয়ে অনেক ট্রলও হয়ে গেছে ইতোমধ্যে। তবে এখনো জানা যায়নি বিয়েটা কোথাকার। এমনকি এর পাত্র-পাত্রীইবা কারা!
No comments:
Post a Comment