Tuesday, June 13, 2017

রাঙামাটিতে উদ্ধার কাজে গিয়ে সেনা সদস্য হতাহত

উদ্ধার কাজে গিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে পাহাড় ধসে ২ কর্মকর্তাসহ কমপক্ষে ৪ সেনা সদস্য নিহত হবার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন রাঙামাটি রিজিয়নের মুখপাত্র।
এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৫ সেনা সদস্য। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হচ্ছে।
মঙ্গলবার সকালে পাহাড় ধসে হতাহতদের উদ্ধার করতে যাওয়া এসব সেনা সদস্য নিহত হন।  বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। নিহত সেনা সদস্যদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মেজর মাহফুজ ও ক্যাপ্টেন তানভীর। বাকি সেনা সদস্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।  

আজ মঙ্গলবার সকালে মানিকছড়ির একটি রাস্তা থেকে পাহাড় ধসে পড়া মাটি সরানোর কাজ করছিল সেনাবাহিনীর একটি দল। এসময় ফের পাহাড় ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এদিকে সোমবার থেকে ভারি বর্ষণে পার্বত্য তিন জেলায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালাতে যায় সেনাবাহিনী। সেখানে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত পাহাড় ধসে তিন জেলায় ৪৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

No comments:

Post a Comment