Wednesday, June 7, 2017

৪৮ ঘন্টার মধ্যে আপনের স্বর্ণ ফেরত না দিলে সারাদেশে লাগাতার ধর্মঘট

৪৮ ঘন্টার মধ্যে আপন জুয়েলার্স স্বর্ণ ফেরত না দিলে ১১ এপ্রিল (রবিবার) থেকে সারা দেশে সকল স্বর্ণ ব্যবসা সংগঠন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার বেলা ৩টার দিকে রাজধানীর বায়তুল মোকাররমে বাজুস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অল্টিমেটাম দেন সংগঠনের সহ-সভাপতি এনামুল হক খান।
তিনি বলেন বলেন, বেআইনিভাবে আপন জুয়েলার্সের সোনা জব্দ ক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।’
এনামুল হক খান বলেন, ১২ তারিখ স্বর্ণ ব্যবসায়ীরা পদযাত্রার মাধ্যমে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর কাছে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া আগামী ১৫ জুন মহাসমাবেশের ঘোষণাও দেন তারা।
এ সময় সোনা জব্দের প্রক্রিয়াক ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ উল্লেখ করে শুল্ক গোয়েন্দা অধিদফতরের প্রধান মঈনুল খানকে প্রত্যাহারের দাবি জানান।

No comments:

Post a Comment