Wednesday, June 21, 2017

আমরাও দেখে নেব প্রতারণার ছবি কীভাবে চলে: ডিপজল

‘চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে টাকা দিয়ে যৌথ প্রযোজনার নামে তৈরি যৌথ প্রতারণার ছবির ছাড়পত্র নেবেন, এটা আমরা এটা হতে দেব না। আমরাও দেখে নেব প্রতারণার ছবি কীভাবে এ দেশে চলে।’ বললেন চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ডিপজল।
যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করে নির্মিত ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র না দেওয়ার দাবিতে আজ বুধবার দুপুরে রাজধানীর নিউ ইস্কাটনে চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করেছে চলচ্চিত্রের ১৪টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। এখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন চলচ্চিত্র পরিবারের নেতৃবৃন্দ।
ডিপজল আরও বলেন, ‘এখনো সময় আছে, চলচ্চিত্রের ক্ষতি করবেন না। তাহলে আমরাও চলচ্চিত্র পরিবার ছেড়ে কথা বলব না।’
আজ দুপুরে বিএফডিসি থেকে চলচ্চিত্র পরিবারের ব্যানারে একাধিক মিছিল বের হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মিছিলগুলো চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে অবস্থান করছে।
গতকাল মঙ্গলবার এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪ দল নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোটের বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটিকে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র না দেওয়ার জন্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু চলচ্চিত্র ঐক্যজোটের দাবি উপেক্ষা করে চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবি দুটি দেখছে এবং ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর প্রতিবাদ জানানোর জন্য বুধবার চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করা হবে। পাশাপা​শি চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যদের ছবি দুটি না দেখার জন্য তারা অনুরোধ জানাবেন।

No comments:

Post a Comment