Monday, June 5, 2017

পরকীকায় বাধা দেয়ায় দুই সন্তানের জননীর আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পরকীকায় বাধা দেয়ায় শিরিন আক্তার (৩২) নামের এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
গতকাল সোমবার উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামের কালাচান মিয়ার স্ত্রী।
স্থানীয় ইউপি মেম্বার সাজ্জাদ হোসেন মনির জানান, কালাচান মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি করেন। স্বামীর অনুপস্থিতিতে শিরিন আক্তার বরমী ইউনিয়নের বরামা গ্রামের সুর্য্যত আলীর ছেলে কমর উদ্দিনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি পরিবারসহ স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। স্ত্রীর পরকীয়ার খবর শুনে কিছুদিন আগে কালাচান বিদেশ থেকে বাড়িতে ফিরে আসেন এবং শিরিন আক্তারকে বাধা দেন। এতে স্বামীর উপর ক্ষুব্ধ হয়ে সোমবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন দুসন্তানের জননী শিরিন।
শ্রীপুর মডেল থানার এসআই শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরকীয়ায় বাধা দেয়ার কারণেই শিরিন আক্তার আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

No comments:

Post a Comment