Sunday, June 4, 2017

রোজা রেখে টুথপেষ্ট ব্যবহার করা যাবে কি?

দিনের শুরুতে ও শেষে যে কোন সময়ে মিছওয়াক করতে কোন অসুবিধা নেই। কতিপয় আলেম দুপুরের পর মিছওয়াক করাকে মাকরূহ বলেছেন। তবে গলার মধ্যে না যায় তবে টুথপেষ্ট ও পাউডার ব্যবহার করতে কোন অসুবিধা নেই অবশ্য এ মত শুদ্ধ নয়। সঠিক কথা হল যে কোন সময় মিছওয়াক করা যায়। কেননা রাসূল [সা.] মিছওয়াক সম্পর্কে যা বলেছেন তা ‘‘আম’’ অর্থাৎ ব্যাপক। তিনি বলেছেন : السواك مطهرة للفم مرضاة للرب ‘‘মিছওয়াক মুখকে পবিত্র ও আল্লাহকে সন্তুষ্ট করে।’’ (নাসায়ী, আয়েশা (রা:) থেকে) তিনি আরো বলেছেন : لولا أن أشق على أمتى لأمرتهم بالسواك عند كل صلاة. متفق عليه ‘‘যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হত তা হলে আমি প্রত্যেক সালাতে মিছওয়াক করার নির্দেশ দিতাম। (বুখারী ও মুসলিম) আর এ হাদীস জোহর ও আছরের সালাতকেও শামিল করে। কারণ এ দু সালাত দুপুরের পরেই হয়ে থাকে।

No comments:

Post a Comment