Wednesday, June 7, 2017

অনিয়ম পেয়েছে কমিটি, মুক্তি অনিশ্চিত

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বস-২’ ছবিতে সঠিকভাবে নিয়মনীতি মানা হয়নি বলে জানিয়েছেন প্রযোজনা প্রিভিউ কমিটির সদস্যরা। সে জন্য তথ্য মন্ত্রণালয়ে শিগগিরই এই ছবির ব্যাপারে আপত্তিপত্র পাঠাবে কমিটি। বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও যৌথভাবে প্রযোজিত ছবির প্রিভিউ কমিটির চেয়ারম্যান তপন কুমার ঘোষ। কমিটির পক্ষ থেকে আপত্তি তোলায় আসন্ন ঈদে ছবিটির মুক্তি তাই অনিশ্চিত হয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার ছবিটি পরীক্ষা করে দেখেছে যৌথ প্রযোজনাবিষয়ক প্রিভিউ কমিটি। তাঁরা মনে করেন, ছবিটি যৌথ প্রযোজনার নিয়ম মেনে হয়নি। এ ধরনের ছবির ক্ষেত্রে অভিনয়শিল্পী, কলাকুশলী, ছবির দৃশ্যায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অর্ধেক অর্ধেক থাকার যে নিয়ম, সেটি লঙ্ঘনের ইঙ্গিত করে তপন কুমার ঘোষ বলেন, ‘গতকাল আমরা ছবিটি দেখেছি। আমাদের কাছে মনে হয়েছে, ছবিটি যৌথ প্রযোজনার নিয়ম মেনে করা হয়নি। ছবিটি দেখে কলকাতার বাংলা ছবিই মনে হয়েছে, যে কারণে আমরা মন্ত্রণালয়ে আপত্তিপত্র দিচ্ছি, যেন ছবিটি বাংলাদেশে প্রদর্শনের অনুমতি না পায়। আজ অথবা আগামীকাল আমরা তথ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছি। এর আগে এই ছবির বিষয়ে আমরা কিছু বলতে চাই না।’
ছবি দেখা ও সিদ্ধান্ত নেওয়া শেষ, তারপরও চিঠি পাঠাতে আগামীকাল পর্যন্ত সময় নেওয়া হচ্ছে কেন—জানতে চাইলে তপন কুমার বলেন, ‘আসলে আমাদের কিছু হোমওয়ার্ক আছে, সেগুলো করা হচ্ছে, যে কারণে চিঠি পাঠাতে একটু দেরি হচ্ছে। আজ বিকেলের মধ্যে পাঠিয়ে দেবো।’
এর আগে যৌথ প্রযোজনার ‘আশিকী’ ছবিতেও এমন আপত্তিপত্র দিয়েছিল কমিটি। কিন্তু কিছুদিন পর আবার তা তুলে নেওয়া হয়েছিল। তখন এনটিভি অনলাইনকে কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল, শেষবারের মতো যৌথ প্রযোজনার অনিয়ম মেনে নিয়ে ছবিটিকে ছাড় দেওয়া হচ্ছে, কারণ অনেক টাকা প্রযোজক খরচ করে ফেলেছেন। এবারও সে রকম ছাড়ের সুযোগ থাকছে কি না—জানতে চাইলে তপন কুমার হেসে বলেন, ‘না, আমরা এবার ছাড় দেবো না, কারণ যৌথ প্রযোজনার নিয়ম মেনেই কাজ করতে হবে, অন্যথায় এসব ছবি বাংলাদেশে মুক্তি পাবে না।’
সম্প্রতি একই ছবির ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের একটি গানও সমালোচনার মুখে পড়ে। পরে আইনজীবীরা এই গানটির জন্য আইনি নোটিশ পাঠান ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়াকে। এরপর ইউটিউব চ্যানেল থেকে গানটি সরিয়ে নেয় জাজ।
ভারতের জিৎ ও শুভশ্রী অভিনীত এই ছবিতে বাংলাদেশের হয়ে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। ‘বস-২’ ছবিটি জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে কলকাতার জিৎ’স ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড।

No comments:

Post a Comment